মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০১:৫০:৫০

দেবরের মিলাদে খালেদা আমন্ত্রিত

দেবরের মিলাদে খালেদা আমন্ত্রিত

নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর ভাই আহমেদ কামালের দেওয়া মিলাদ মাহফিলে বিএনপির বর্তমান চেয়ারপারসন ও জিয়ার স্ত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকেই। আগামী ৪ নভেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনসহ দলটির নেতাদের আমন্ত্রণ জানিয়ে জিয়াউর রহমানের পরিবারের কোনো সদস্যের এটাই এ ধরনের প্রথম মিলাদ মাহফিল। জিয়ার ছোট ভাই এই মিলাদের আয়োজক হলেও মূল পৃষ্ঠপোষকতায় আছেন খালেদা জিয়ার পরিবারের এক সদস্য শফিকুল আলম ডন, যিনি এস আলম ডন নামেই পরিচিত। জিয়াউর রহমানেরা পাঁচ ভাই। জিয়াসহ চারজন মারা গেছেন। তাঁদের বাবা-মাও মারা গেছেন। তাঁদের একমাত্র জীবিত ভাই আহমেদ কামাল। পেশায় ব্যাংকার। অবিবাহিত। এখন অবসরে আছেন। তিনিই এই মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। তাঁর প্রয়াত বাবা-মা ও চার ভাই এবং ভাইপো জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে