মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০২:১২:০২

এসআইয়ের হত্যাকারী শিবির নেতা এনামুল: পুলিশ

এসআইয়ের হত্যাকারী শিবির নেতা এনামুল: পুলিশ

ঢাকা: গাবতলীতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় এক ছাত্রশিবির নেতা জড়িত বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর আটক মাসুদ রানা রিমান্ডে পুলিশের কাছে এ তথ্য জানিয়েছে বলে দাবী করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় পলাতক এনামুল হক ওরফে কামাল একজন সাবেক শিবির নেতা। কামাল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি। পুলিশের সূত্র জানায়, ঘটনার কিছুক্ষণ আগে কামাল বাসে করে বগুড়া থেকে ঢাকায় আসেন। এরপর গাবতলী এলে পুলিশি তল্লাশির সম্মুখীন হন কামাল ও মাসুদ। তল্লাশি ঠেকাতে তারা এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় কামাল পালাতে পারলেও মাসুদ আটক হন। তার বিরুদ্ধে বগুড়ায় নাশকতামূলক মামলা রয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, পলাতক কামালের ব্যাগে গ্রেনেড ছিল। পলাতক কামাল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষার্থী। সূত্র আরও জানায়, মাসুদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার কামরাঙ্গীরচরে দু’টি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু তাজা গ্রেনেড উদ্ধার করেছে। উদ্ধার করা গ্রেনেডগুলোর সঙ্গে হোসেনী দালানে পাওয়া গ্রেনেডের মিল আছে।-আমাদের সময় ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে