মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০২:২৫:২৬

সেই ভুয়া দুই মুক্তিযোদ্ধার সনদ বাতিল

সেই ভুয়া দুই মুক্তিযোদ্ধার সনদ বাতিল

ঢাকা: সুনামগঞ্জের সেই ভুয়া দুই মুক্তিযোদ্ধার সাময়িক সনদ বাতিল করা হয়েছে। এদের একজনের দুই সন্তান মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিও নিয়েছেন। সনদ বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কয়েক দিন আগে আদেশ জারি করে। এর পর তা গেজেট আকারেও প্রকাশিত হয়। মুক্তিযোদ্ধার সাময়িক সনদ বাতিল হওয়া একজন হচ্ছেন সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাক গ্রামের মরহুম আ. ছাত্তার চৌধুরীর ছেলে মো. শাহাবউদ্দিন চৌধুরী। অপরজনও একই গ্রামের মরহুম মহিমউদ্দিন তালুকদারের ছেলে নবাব মিয়া। জানা গেছে, তারা দু’জনেই কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার পরিচয়ে বিভিন্ন ধরনের সুযোগ নিচ্ছেন। গত বছর মুক্তিযোদ্ধা কোটায় নবাব মিয়ার দুই মেয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকার চাকরিও হয়েছে। গত বছরের অক্টোবর মাসে একই গ্রামের মিজানুর রহমান চৌধুরী নামে জনৈক ব্যক্তি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে শাহাব উদ্দিন চৌধুরী ও নবাব মিয়া মুক্তিযোদ্ধা নয় বলে অভিযোগ করেন। তখন বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। মন্ত্রণালয় থেকে অভিযোগটি তদন্তের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা প্রশাসক তদন্ত করে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩০তম সভায় সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে