মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০২:৩৪:৪১

ড্যাপ চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন

ড্যাপ চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন

ঢাকা: ঢাকার জন্য নতুন মেয়াদে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। আগের কমিটি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর নেতৃত্বে থাকলেও নতুন কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটি পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, নতুন কমিটি জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে প্রাপ্ত মতামত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মতামত পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার (৫৯০ মাইল) এলাকায় ড্যাপ প্রণয়ন করা হয়। ২০১০ সালের ২২ জুন ড্যাপের গেজেট প্রকাশ করা হয়। বর্তমান ড্যাপের মেয়াদ শেষ হচ্ছে এ বছরই। প্রভাবশালীদের চাপ ও রাজউকের সামর্থের অভাবে মূলত এটি বাস্তবায়ন করা যায়নি বলে জানা গেছে। নতুন ড্যাপের মেয়াদ হবে ২০১৬ থেকে ২০৩৫ সাল। পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী ও ভূমিমন্ত্রী। সহায়তাদানকারী কর্মকর্তা থাকবেন— ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার আসার পর গত বছরের ২২ ফেব্রুয়ারি নতুন করে ড্যাপ পর্যালোচনায় মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান ছিলেন তখনকার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর ১ এপ্রিল এ কমিটি পুনর্গঠন করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে কমিটির প্রধান করা হয়। গত ৯ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার থেকে সরিয়ে দেওয়া হয়। সেখানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়োগ দেওয়া হয়। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে