মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০২:৪৪:১০

বিদেশি হত্যা নিয়ে সরকার কোনো জজ মিয়া নাটক করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি হত্যা নিয়ে সরকার কোনো জজ মিয়া নাটক করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: দুই বিদেশি হত্যা নিয়ে সরকার কোনো জজ মিয়া নাটক করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এক কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দুই বিদেশি হত্যা নিয়ে কোন জজ মিয়া নাটক হবে না। নির্দেশদাতা হিসেবে যে বড় ভাইয়ের নাম এসেছে। সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে। দেশের বাইরে থাকলে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। হোশি কুনিও হত্যা রহস্য উন্মোচনের কাছাকাছি চলে এসেছে গোয়েন্দারা। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজার ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের দূতাবাস থেকে বাংলাদেশ সফররত নিজ নিজ দেশের নাগারিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেয়া হয়। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে