নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সকল রুটের নৌ চলাচলের উপর শেষ মুহুর্তে নিষেধাজ্ঞা জারি করেছে অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ কারনে বরিশাল সহ দক্ষিনাঞ্চল থেকে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে যায়নি এবং ঢাকা থেকেও বরিশাল সহ দক্ষিনাঞ্চলের উদ্দেশ্যে কোন লঞ্চ ছাড়েনি। বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ঢাকাগামী লঞ্চগুলোর যাত্রা বাতিল হওয়ায় বরিশাল নদী বন্দরে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। এদের মধ্যে দুরদূরান্তের যাত্রীরা নদী বন্দরে আশ্রয় নিলেও কাছাকাছি দুরত্বের যাত্রীরা নিজ নিজ উদ্যোগে গন্তব্যে, আবার কেউ বাড়ি ফিরে গেছেন।
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে নদ নদী। বন্ধ করে দেয়া হয়েছে ঢাকা বরিশাল রুটের সব লঞ্চ। লঞ্চ ছাড়ার পুর্ব মুহুর্তে নামিয়ে দেয়া হয় সব যাত্রীদের। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ৩ এবং বরিশাল, পটুয়াখালী সংলগ্ন এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস