মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭, ০৯:৩১:২৯

বুড়িগঙ্গায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

বুড়িগঙ্গায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

নিউজ ডেস্ক: বুড়িগঙ্গায় বালুবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮-১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবরি দল।

সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেটি উদ্ধারে তৎপরতা অব্যহত রয়েছে। নিখোঁজদের সঠিক সংখ্যা জানাতে পারেননি মিজানুর রহমান। শিগগিরই ট্রলারটি উদ্ধার করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে