মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:১৫:১৮

আইনজীবী শিশিরকে হয়রানি না করার নির্দেশ

আইনজীবী শিশিরকে হয়রানি না করার নির্দেশ

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে কোন রকম হয়রানী না করতে অ্যাটর্নি জেনারেলকে আদালত মৌখিক নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, ২ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। তবে আজকে আদালত শিশিরের বিষয়ে মৌখিক আদেশও দিয়েছেন। অন্যদিকে শিশির মনিরকে হয়রানী না করা সংক্রান্ত আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে আবেদনকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। এর আগে দুই আইনজীবীকে হয়রানি না করতে চেম্বার বিচারপতির আদালতে গত রোববার আবেদন দু’টি দায়ের করেন নিজামী ও মুজাহিদ। আবেদনে অভিযোগ করা হয়, ২২ অক্টোবর সন্ধ্যায় শিশির মনিরের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালান। অন্যদিকে ঢাকা থেকে সিরাজগঞ্জের বাড়ি যাওয়ার পথে যমুনা সেতুর কাছ থেকে আসাদকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান একদল লোক। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে