মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:২৮:১২

বিএনপির অঙ্গ সংগঠন টিআইবি : তোফায়েল

 বিএনপির অঙ্গ সংগঠন টিআইবি : তোফায়েল

ঢাকা : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপি অঙ্গসংগঠন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রীলংকার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাশেকারার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, টিআইবি কোনো রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু তারা কীভাবে দাবি করেছে যে, সব সমস্যা সমাধানের এক মাত্র পথ নির্বাচন। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। প্রতিষ্ঠানটি একটি গবেষণামূলক সংস্থা। তাদের কাজ গবেষণা করা। কেন তারা রাজনৈতিক কথাবার্তা বলে তা আমার বোধগম্য নয়। তিনি বলেন, সংসদে কোরাম সংকটের বিষয়ে টিআইবি যে তথ্য দিয়েছে তা একেবারে অসত্য। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন কোরাম সংকট ছিল। এখন আর নেই। তাই টিআইবিকে বিএনপির অঙ্গসংগঠন বলা যায়। বাণিজ্যমন্ত্রী বলেন, টিআইবির আগের কাজের ধরন, আর বর্তমানে কাজের ধরনের পার্থক্য এসেছে। তারা আগে নির্বাচনের কথা বলত না, এখন তারা বলে। তারা কাদের পক্ষে কথা বলে এটা বোঝার বাকি নেই। তিনি বলেন, টিআইবি বাংলাদেশের উন্নয়নে কোনো প্রশংসা করে না। তাদের কাছ থেকে কোনো প্রশংসামূলক কথা শুনিনি। বাংলাদেশের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রসংশা করলেও কিন্তু টিআইবি করে না। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে