মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:৪৩:৪৩

‘সরকারের গোয়েন্দা সংস্থা চিনা বাদাম খায়’

‘সরকারের গোয়েন্দা সংস্থা চিনা বাদাম খায়’

ঢাকা : দুই বিদেশি নাগরিক হত্যা ও হোসনী দালানে তাজিয়া মিছিলে হামলাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের নির্দেশের বাইরে কিছুই ঘটে না। মঙ্গলবার সকালে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। গয়েশ্বর রায় বলেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে তদন্ত ছাড়াই বিএনপি নেতাদের জড়িয়ে বক্তব্য দেয়া হচ্ছে। অনেক হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিরোধী দল নির্মূল করতেই এ ধরনের ষড়যন্ত্র। তিনি বলেন, আমরা গণতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে ও জনগণের ভোটের অধিকারের কথা বলি। এ অপরাধে আমাদের গ্রেফতার করা হচ্ছে। সরকারের কাজ প্রকৃত অপরাধীকে আড়াল করা। আর বিএনপি নেতাদের গ্রেফতার করা। গয়েশ্বর রায় বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা চিনা বাদাম খায়। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে পারে না। এর ফলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা পেশাগত বক্তব্য না দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তদন্ত না করেই বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাচ্ছে। বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্র উদ্ধারে ‘৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান দেখলেন যুবকদের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সব যুবককে একত্রিত করে যুবদল প্রতিষ্ঠিত করেন তিনি। জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে যুবদল এগিয়ে যাচ্ছে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেয়াজ আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হকসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে