মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭, ০৮:১৩:১১

পাহাড় ধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাহাড় ধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক : পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড়ধসে এখন পর্যন্ত ৩০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছেন ১০ জন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতিবৃষ্টিতে পাহাড়ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ”

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকের লাশ চাপা পড়ে আছে। সোমবার মধ্য রাত থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।  

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে