মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:৫৮:৪১

‘একপেশে ও অন্ধ সমালোচনা কখনোই গ্রহণযোগ্য নয়’

‘একপেশে ও অন্ধ সমালোচনা কখনোই গ্রহণযোগ্য নয়’

ঢাকা : আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সমালোচনা যদি একপেশে ও অন্ধ হয় তা কখনোই গ্রহণযোগ্য নয়। টিআইবি তাদের রিপোর্টে সংসদকে রঙ্গমঞ্চ উল্লেখ করে প্রকৃতপক্ষে বাংলাদেশের সংবিধান এবং জাতীয় সংসদকে অবজ্ঞা করেছে। মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রজন্মলীগ এ আলোচনা সভার আয়োজন করে। ড. হাছান মাহমুদ বলেন, যেকোনো কাজের সমালোচনা থাকবে। কিন্তু সমালোচনা যদি ঢালাওভাবে হয় তা কখনোই গ্রহণযোগ্য নয়। টিআইবি তাদের রিপোর্টে যেভাবে রাজনীতিবিদদের চরিত্রহণনের চেষ্টা করেছে তা কাম্য নয়। টিআইবির প্রতি অনুরোধ, আপনারা আপনাদের রিপোর্টের কর্মপরিসর শুধু সমালোচনায় না রেখে সরকারের উন্নয়ন ও অগ্রগতির খাতগুলোতে ব্যপ্ত করুন। বিদেশি হত্যাকাণ্ড নিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা আগেই বলেছিলাম, সরকারকে বেকায়দায় ফেলতেই একটি বিশেষ মহল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেফতার হওয়ার পর হত্যাকারীদের বক্তব্যই প্রমাণিত হয়েছে। হোসনি দালানে বোমা হামলার ঘটনাও বিশেষ মহল দ্বারাই সংঘটিত হয়েছে। ষড়যন্ত্রের পেছনে যারা কুশীলব তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান করা হবে। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে