মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৫:৩৫:০৫

‘জনসমুদ্রের উত্তাল তরঙ্গে চিরতরে ভেসে যাবে তারা’

 ‘জনসমুদ্রের উত্তাল তরঙ্গে চিরতরে ভেসে যাবে তারা’

ঢাকা : আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত ধর্মকে ব্যবহার মানুষ খুন করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারো আগুন নিয়ে নামছেন। আবারো বোমাবাজি করছেন। এটাতো পরিষ্কার, কারা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে। মতিয়া চৌধুরী বলেন, কিতাবে আছে— শবে বরাতের রাত পবিত্র রাত। এ রাত ইবাদতের রাত। এ রাতে বৃক্ষরাজি গাছপালাও ইবাদত করে। সেই রাতে কুমিল্লার দাউদকান্দিতে বাসে পেট্রলবোমা মেরে ঘুমন্ত মানুষকে হত্যা করা হলো। তারাই আশুরার দিন একই কাজ করেছে। ধর্মকে ব্যবহার করে এরা মানুষ খুন করে। তিনি বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে। জনতার সমুদ্রে তাদের চিরতরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। ২ নভেম্বরের জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। ওই জনসমুদ্রের উত্তাল তরঙ্গে চিরতরে ভেসে যাবে তারা। মতিয়া চৌধুরী বলেন, বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। কানাডার কোর্টে প্রমাণ হয়েছে দুর্নীতি হয়নি। এরপর বিশ্বব্যাংকের কান ধইরা ওঠবস করা উচিত। শুধু তারাই নয়, যারা বলছে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, তাদের সবাইকে কান ধরে ওঠবস করা উচিত। তিনি বলেন, যাদের দুর্নীতিবাজ বলেছিল, কোর্টে নির্দোষ প্রমাণ হওয়ার আগে তাদের জীবনের দিনগুলো কীভাবে চলেছে। অনেকে তো আত্মহত্যার পর্যায়ে চলে গিয়েছিল। কৃষিমন্ত্রী বলেন, যারা ভদ্রলোক, যাদের মানসম্মানের জ্ঞান আছে, তারাই উপলব্ধি করতে পারে। কিন্তু খালেদা জিয়া এটা করবে না। যিনি এতিমের টাকা চুরি করে তার আবার চোর সাজলে অসুবিধা আছে। তিনি বলেন, বিশ্বব্যাংক যাদের বিনা অপরাধে চোর বলছে, দুর্নীতিবাজ বলছে আজকে তাদের কাছে কীসের কৈফিয়ত? এখন তারা বলে স্যরি। আপনার সিগারেটের আগুনে আমার শার্ট পুড়ে গেল! এখন বলেন, স্যরি! ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিতসভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে