নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন প্লেজার ট্রিপে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ কমিটির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে ১৫৫ জন লোক মারা গেছেন। আর্মির লোকজনও মারা গেছেন। এখনো অনেক নিখোঁজ রয়েছেন। আর আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছেন, আনন্দভ্রমণে আছেন।
বিএনপি নেত্রী বলেন, তিনি নাকি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। দেশের মানুষ জীবন দিচ্ছে, তিনি ভ্রমণ করছেন। এটায় কী প্রমাণিত হয়? তিনি কি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত?
আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আমরা ও ২০ দল নির্বাচনে যাব। আমরা বিশ্বাস করি, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আমরা জিতব।’
তিনি বলেন, ‘সে জন্য আমরা বলতে চাই, নিরপেক্ষ নির্বাচনটা তখনই সম্ভব—শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে। অর্থাৎ, নির্বাচনকালীন সহায়ক সরকার, যেটা আওয়ামী লীগ দাবি করেছিল ১৯৯৫ সালে আমাদের সময়ে। আমরা দিয়েছিলাম। তখন তত্ত্বাবধায়ক নাম ছিল, এখন যেকোনো নাম দিতে পারেন। তবে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবে না, হতে পারে না।’
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি