শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ১১:১৯:২৪

বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী সুইডেনের রাজা

বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী সুইডেনের রাজা

নিউজ ডেস্ক: সুইডেনের রাজা ষোড়শ কার্ল বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন।

সুইডেনের রাজার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে বিনিয়োগ নয়, দেশটির উন্নয়ন প্রচেষ্টায়ও অংশ নিতে আগ্রহী।’

বৈঠক শেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘সুইডেনের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাজা ও প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ যে রোল মডেলে পরিণত হয়েছে তা নিয়ে আলোচনা করেন।’

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে পৌঁছলে রাজা তাকে স্বাগত জানান।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোফভেনের আমন্ত্রণে বৃস্পতিবারই তিনদিনের দ্বিপক্ষীয় সফরে সুইডেন পৌঁছান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যাহ্ন ভোজেও অংশ নেন। 

এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১৭ জুন প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।-বাসস
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে