শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ১১:২৮:৫১

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক

নিউজ ডেস্ক: বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক জানান। এছাড়া শোক জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিতা এবং জাতিসংঘের ঢাকা আবাসিক সমন্বয়কারীর দফতর।

শোক বার্তায় পুতিন প্রাকৃতিক দুর্যোগে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি বলেন, ‘আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে