শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ১২:২০:১৩

প্রেমের টানে ব্রাজিল থেকে রাজবাড়ীর কাদামাটিতে উড়ে এলো প্রেমিকা

প্রেমের টানে ব্রাজিল থেকে রাজবাড়ীর কাদামাটিতে উড়ে এলো প্রেমিকা

নিউজ ডেস্ক: ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রেমিক সঞ্জয়ের কাছে ছুটে এসেছেন প্রেমিকা জেইসা ওলিভেরিয়া সিলভা।
 
৩ এপ্রিল ভোরে ব্রাজিল থেকে বের হয়ে রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছান জেইসা ওলিভেরিয়া সিলভা। বিকেল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রেমিক সঞ্জয়। জেইসা ওলিভেরিয়া সিলভা ঢাকায় পৌঁছানোর পর রাতেই দুজন বালিয়াকান্দি পৌঁছান। সঞ্জয়ের বাড়ি উপজেলার জামালপুর গ্রামে। তিনি শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী।

সঞ্জয় জানান, ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের জেইসা ওলিভেরিয়া সিলভার সঙ্গে আমার পরিচয় হয় দেড় বছর আগে। এরপরই জেইসা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে। সেই আগ্রহ থেকে তার বাংলাদেশে আসা।

তিনি জানান, বয়সে জেইসা আমার চেয়ে এক বছরের বড়। আমার বয়স ২৮ বছর। তাকে বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। পরিবারও না করবে না।
১৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে