নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার গণমাধ্যমে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের ওপর যারাই হামলা করুক নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এর আগে, রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় বিএনপি মহাসচিবের গাড়িবহর। রাঙ্গুনিয়ার ইছাখালী হাসপাতালের সামনে সংঘটিত এ হামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা আহত হন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস