ঢাকা: ব্যাংক আমানতের ওপর শুল্ক আরোপ করায় সংসদে কড়া সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা।
সরকারদলীয় এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় করা হয়েছে। আর উনি (অর্থমন্ত্রী) ব্যাংক আমানতের ওপর শুল্ক বসালেন। এটা কার টাকা? এটা জনগণের টাকা।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সরকারদলীয় এমপি শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা অংশ নেন।
ব্যাংকের জন্য নতুন করে ১ হাজার কোটি টাকা মূলধন বরাদ্দের বিষয়ে সমালোচনা করে হানিফ বলেন, অর্থমন্ত্রী এই টাকা কেন দিলেন? কার টাকা দিলেন? যেখানে লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় হওয়ার ফলে মূলধনে টান পড়েছে। উনি সেটা তদন্ত না করে আবার টাকা বরাদ্দ দিলেন। এটা হতে পারে না।
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস