বিনোদন: 'ছুটির ঘণ্টা'খ্যাত গুণী পরিচালক অসুস্থ আজিজুর রহমানের উন্নত চিকিৎসার জন্য সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শাবানা । এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, শাবানার স্বামী ওয়াহিদ সাদেক ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শাবানা বলেন, ‘আমি যখন খুব ছোটবেলায় এহেতেশামের নির্দেশনায় নতুন সুর চলচ্চিত্রে অভিনয় করি, তখন পরিচালক আজিজুর রহমান ছিলেন সহকারী। সেই সময় থেকেই তাকে আমি বাবা বলে ডাকি। এখনো তাকে বাবার মতোই শ্রদ্ধা করি। সেই মানুষটি যখন আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অর্থের সমস্যা হচ্ছে তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তাই তার উন্নত চিকিৎসায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার পাশে থাকবেন। চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। আমি সত্যিই মন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের সবার প্রিয় পরিচালক আজিজুর রহমানকে যেন আমাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসেন।'
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মৌসুমী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাদের তার ব্যস্ত সময়ের মধ্যেই যথেষ্ট সময় দিয়েছেন। তার সঙ্গে দেখা করে এবং কথা বলে ভীষণ ভালো লেগেছে। চলচ্চিত্রের নানান বিষয় নিয়েই কথা হয়েছে। সময় হলেই সবাই তা জানবেন।'
প্রসঙ্গত, পরিচালক আজিজুর রহমান এ মুহুর্তে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।-যুগান্তর
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস