নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার ভেবেছে ভালো নেতাকর্মীদের শেষ করে দিতে পারলেই বিএনপি দুর্বল ও ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর হোটেল লেকশোরে মঙ্গলবার সন্ধ্যায় খুন-গুমের শিকার হওয়া বিএনপির নেতাকর্মীদের স্বজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বাহিনীর পরিচয় দিয়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গুম করে ফেলা হয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে- যাতে করে তারা একদিন ফিরে আসে। এই জালেম সরকার বিদায় হলে আমরা তাদের ফিরে পাব- এই আশায় আছি।’
এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘একটি পরিবারকে বিদায় করে দিতে পারলেই গুমের শিকাররা ফিরে আসবে। সেই ব্যবস্থা সবাই মিলে করতে হবে।’
খালেদা জিয়া বলেন, যারা গুম হয়েছে তারা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও সন্তানের মতো। তারা বিএনপির হয়ে ভালো কাজ করত। এ জন্যই তাদেরকে তাদের গুম করা হয়েছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস