বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১১:০৯:০২

মিছিলে পুলিশের গুলিতে জামায়াতের ১০ নেতাকর্মী আহত

মিছিলে পুলিশের গুলিতে জামায়াতের ১০ নেতাকর্মী আহত

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে গুলি চালিয়েছে পুলিশ। ভয়ঙ্কর ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে এই মিছিল বের করা হয় বলে জানা গেছে। দলটির দাবি, এতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আর দুজনকে আটক করা হয়েছে। ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইমাম হোসাইন পাঠানো ছবিসহ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়ায় মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। জামায়াত ঢাকা মহানগরী যাত্রাবাড়ী জোন এই মিছিল বের করে। মিছিলটি ফার্মের মোড় চৌরাস্তা থেকে শুরু হয়ে কোনাপাড়ায় গিয়ে সমাবেশ করে। এ সময় পুলিশ পেছন থেকে গুলি চালায়। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ১০ জন আহত হয়। আর দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। মিছিলে নেতৃত্ব দেন- যাত্রাবাড়ী পশ্চিম থানা জামায়াতের আমির আব্দুল মান্নান, ডেমরা থানা আমির হাফিজুর রহমান, নিজামুল হক নাঈম প্রমুখ। ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে