বুধবার, ২১ জুন, ২০১৭, ০২:২৪:৩১

বর্তমানে রাজধানীতে পানির সংকট নেই : এলজিআরডি মন্ত্রী

বর্তমানে রাজধানীতে পানির সংকট নেই : এলজিআরডি মন্ত্রী

 নিউজ ডেস্ক: বর্তমানে রাজধানীতে পানির কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ দাবি করেন তিনি।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, শুষ্ক মৌসুমে যান্ত্রিক ত্রুটি কিংবা বিদ্যুতের ওঠানামার কারণে কোথাও কোথাও সাময়িক পানির স্বল্পতা দেখা দেয়, যা বিকল্প উপায়ে সমাধান করা হয়।

এ ক্ষেত্রে পানির গাড়ি দিয়ে ও ডাইভারশনের মাধ্যমে সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয়। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার ৮৭ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে।

সরকারি দলের সদস্য জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন তৈরির কার্যক্রম চলছে। খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন রাস্তা ও অবকাঠামো শীর্ষক প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দুটি দোতলা আবাসিক ভবন নির্মাণ করা হবে।

তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৪ তলাবিশিষ্ট ৯টি ভবন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১০ তলাবিশিষ্ট তিনটি আবাসিক ভবন নির্মাণের প্রকল্প প্রস্তাব শিগগির স্থানীয় সরকার বিভাগে দাখিল করা হবে।

আওয়ামী লীগের সদস্য এ কে এম রহমতুল্লাহ'র এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। ওই নীতিমালায় শাস্তির বিধান রাখা হয়েছে।

সরকারি দলের মো. আবুল কালামের প্রশ্নের উত্তরে তিনি জানান, স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদে হিসাব সরকারি-কাম-কম্পিউটার অপারেটর পদ সৃষ্টি করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে দুই হাজার ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কমিউটার অপারেটর নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ১২০০টি এবং ২০১৮-১৯ অর্থবছরে ১৩৫৩টি পদ সৃষ্টি করা হবে।

সরকারি দলের সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "সরকার খুলনা, বরিশাল ও রাজশাহীতে বিআরডিবি'র আওতায় তিনটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে বিআরডিবি'র আওতায় তিনটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

এই তিনটি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও উপজেলা পর্যায়ে সুফলভোগী নারী-পুরুষের দক্ষতা বৃদ্ধি ও মানবিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণের জন্য সারা দেশে বিআরডিবি'র ২৩টি 'উপজেলা ট্রেনিং ইফনিট' বা 'ইউটিইউ' রয়েছে। ৮০ ও ৯০'র দশকে এগুলো উপজেলা বিআরডিবি দপ্তরের এরিয়ার মধ্যে নির্মাণ করা হয়। "
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে