বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭, ১২:৩৩:২০

মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা খালেদা জিয়ার

মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা খালেদা জিয়ার

নিউজ ডেস্ক : পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই কামনা করেন।

বাণীতে খালেদা জিয়া বলেছেন, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারী হিসেবে।

বিএনপি নেত্রী বলেন, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পূত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবেকদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের মাধ্যমে পূর্ণতা লাভ করে।

তিনি বলেন, এই পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী মানবজীবনের সকল তিক্ততার বিষবাষ্পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আলাদা বাণীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে