বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭, ০২:৫৮:৪২

শাহবাগে ছিনতাইকারীর গাড়ির চাপায় মুরগি ব্যবসায়ী নিহত

শাহবাগে ছিনতাইকারীর গাড়ির চাপায় মুরগি ব্যবসায়ী নিহত

ঢাকা :  রাজধানীর শাহবাগে মৎস্যভবনের মোড়ে ছিনতাইকারীদের মাইক্রোবাসের চাপায় ভাগ্নে নিহত ও মামা আহত হয়েছেন। নিহত ভাগ্নের নাম সজিব (২০)। আহত মামা হযরত আলীকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বুধবার দিবাগত রাত ১টার দিকে ছিনতাইকারীরা মুরগি ব্যবসায়ী সজিবের আট হাজার টাকা ছিনতাই করলে সজিব ছিনতাইকারীদের মাইক্রোবাসটি আগলে ধরেন। এ সময় মাইক্রোবাসটি সজীবকে চাপা দেয়।
 
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মুরগি ব্যবসায়ী মামা ও ভাগ্নে কাওরান বাজার থেকে রিকশায় কাপ্তান বাজার যাচ্ছিলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের কোয়াটার সামনে ছিনতাইকারীরা রিকশা গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে