নিউজ ডেস্ক : অসুস্থ চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগে চিত্রনায়িকা শাবানাকে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে প্রতিশ্রুতি মোতাবেক এই চলচ্চিত্র নির্মাতার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।
বুধবার চলচ্চিত্র প্রযোজক ও অভিনেত্রী শাবানার স্বামী ওয়াহিদ সাদেকের হাতে অনুদানের টাকা তুলে দেন শেখ হাসিনা। এ সময় অভিনেতা আলমগীর, রিয়াজ, শাহ আলম কিরণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সব তথ্য জানিয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের এনজিওগ্রাম হয়েছে মঙ্গলবার। তিনি সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা।
প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান গত ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি প্রফেসর মুমিনুজ্জামানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ১১ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
গত ১৯ জুন কিংবদন্তী অভিনেত্রী শাবানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শাবানাকে কাছে পেয়েই তাকে জড়িয়ে ধরেন এবং তার অনুরোধ রক্ষা করে আজিজুর রহমানের চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নেন।
১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে আজিজুর রহমান প্রখ্যাত চিত্রপরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন।
এই নির্মাতা ৫৪টি ছবি নির্মাণ করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সাইফুল মুলুক বদিউজ্জামান, ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গড়মিল, সমাধান প্রভৃতি। আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টবর জন্মগ্রহণ করেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস