নিউজ ডেস্ক : স্বাধীনতাযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের যে ভূমিকা ছিল, তা প্রকাশ পেলে প্রধানমন্ত্রীও লজ্জা পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
‘নাম প্রকাশ পেলে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া ট্রাইব্যুনালেরও কাজ বেড়ে যাবে,’ বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার নয়া পল্টনে নিজ কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদেরের পরিবারের কতজন স্বাধীনতাবিরোধী ছিল, তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্য জানা যায়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, রাজনীতিবিদদের ভাষার দিকে খেয়াল রাখতে হবে। সুন্দর ভাষায় কথা বলতে জানতে হবে।
বিএনপি নির্বাচনে না গেলে মুসলিম লীগের পরিণতি হবে বলে সরকারি দলের নেতাদের যে বক্তব্য তার জবাবে গয়েশ্বর বলেন, মুসলিম লীগের তবু দুয়েকজনকে পাওয়া গিয়েছিল।কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের একজনকেও খুঁজে পাওয়া যাবে না। সূত্র : চ্যানেল আই অনলাইন
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস