বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৩:১৮:৫৩

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে দুদকে তলব

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে দুদকে তলব

নিউজ ডেস্ক : প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ পাঁচজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে তলবের নোটিস পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ নোটিস পাঠিয়েছেন। নোটিসে ৮ নভেম্বর চেয়ারম্যান ওবায়দুল করিমকে এবং ৫ নভেম্বর বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। দুদকের তলবকৃত অন্যরা হলেন তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) পরিচালক ও ওবায়দুল করিমের ভাই রেজাউল করিম, এনামুল করিম, ছেলে সালমান করিম ও জামাতা মেহেদী হাসান। দুদক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ অক্টোবর রাজধানীর বংশাল থানায় এ সংক্রান্ত মামলাটি (মামলা নম্বর ১৮) দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক এভিপি মো. আলমগীর কবির, নির্বাহী কর্মকর্তা এমদাদ হোসেন ভূঁইয়া ও বিনিয়োগ কর্মকর্তা ফিরোজ কবির। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে