শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ১১:১৮:৫৯

শিল্পী আবদুল জব্বারের পাশে ওবায়দুল কাদের

শিল্পী আবদুল জব্বারের পাশে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী আবদুল জব্বারকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় আবদুল জব্বারের খোঁজখবর নিতে যান ওবায়দুল কাদের। কিডনি, হৃৎপিণ্ডের সমস্যাসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন আবদুল জব্বার। তিনি এক মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের বিষয়টি জানিয়ে বলেন, আবদুল জব্বারের স্বাস্থ্যের অবস্থা এবং তার কোনো চাওয়া-পাওয়া আছে কি না, তা জানতে হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের।

অসুস্থ হওয়ার পরে থেকেই চিকিৎসাধীন শিল্পী আবদুল জব্বারের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রধানমন্ত্রী তার চিকিৎসায় ২০ লাখ টাকা অনুদান দেন। শিল্পী জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন।

মুক্তিযুদ্ধকালকালে আবদুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গান গেয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি সে সময়ে পাওয়া ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে