ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ : রাজনীতি কখনো কখনো অনেক নিষ্ঠুর। অনেক কষ্ট হয় যখন বিএনপির গুলশান কার্যালয়ে প্রায়ই দেখা হয়ে যায় গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের সঙ্গে। কি মর্মান্তিক ঘটনাগুলো কেঁদে কেঁদে বলতে থাকে নিহতের বিধবা স্ত্রী, বৃদ্ধ মা আর বাবা।
ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলমের পর্যায়ের নেতা এরা না আর তাই হাজারো গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের মাঝে এদের আত্মত্যাগের কথা কতদিন বেঁচে থাকবে তা সময় বলে দেবে। ইতিহাস বরাবরই জীবিতরা লিখে আর ইতিহাস কখনো কখনো স্বার্থপর।
তবে আজকে যখন জানতে পারলাম যে এই গুম হয়ে যাওয়া হাজারো নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঈদের উপহার পৌঁছে দিয়েছেন, শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন তখন রাজনীতির ওপর আবার আস্থা ফিরতে শুরু করলো।
বিপদের বন্ধু সবচেয়ে বড় বন্ধু আর মৃত্যুর পর আত্মত্যাগের কথা যিনি স্মরণ রাখেন তিনি সত্যিকারের অভিভাবক...আসল নেতা...। ধন্যবাদ আপনাকে জনাব তারেক রহমান..। অনেক অনেক ধন্যবাদ ... (ফেসবুক থেকে)।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি