শাহরিয়ার আলম : ২৬০ বছর আগের এইদিনে পলাশীতে বাংলার সূর্য অস্তমিত হয়েছিল। ১৯২ বছর পর পরাধীনতার শৃঙ্খল ভাঙতে দেশভাগের দুই বছরের মাথায় এই দিনেই গঠিত হয়েছিল আওয়ামী লীগ।
শুধু বাংলার জন্য আলাদা একটা সূর্য ছিনিয়ে এনেছিল আমাদের অগ্রজরা এই আওয়ামী লীগের নেতৃত্বেই। পৃথিবীর অনেক ভাষা-জাতি আছে যারা একটি আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর জন্য হাহাকার করে পরাধীনতার শৃঙ্খলে থেকে।
গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল অগ্রজদের যাদের ত্যাগ দলকে শত প্রতিকূলতার পরেও এতদূর নিয়ে এসেছে। যেতে হবে এখনো বহুদূর, ধারণ করতে হবে বঙ্গবন্ধুর এবং তার সহযোগীদের আদর্শ। আমি গর্বিত আওয়ামী লীগের একজন সদস্য হতে পেরে। শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ। (পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে)।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি