শনিবার, ২৪ জুন, ২০১৭, ১১:২৩:২৯

রংপুরে ট্রাক উল্টে ১৬ জন নিহত

 রংপুরে ট্রাক উল্টে ১৬ জন নিহত

নিউজ ডেস্ক: রংপুরে ট্রাক উল্টে অন্তত ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। আজ শনিবার ভোরে রংপুরের পিরগঞ্জের কলাবাগান নামক জায়গায় এক সিমেন্টবাহী ট্রাক উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির হাফিজুর রহমান জানান, নিহতরা সবাই গার্মেন্টকর্মী। তারা সিমেন্টবাহী ট্রাকটিতে করে গন্তব্যে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২৪ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে