শনিবার, ২৪ জুন, ২০১৭, ০২:৩০:৩৪

চাপ বাড়ায় ধীরগতিতে চলছে ঈদযাত্রার গাড়ি

চাপ বাড়ায় ধীরগতিতে চলছে ঈদযাত্রার গাড়ি

নিউজ ডেস্ক : ঈদের বাকি আর মাত্র দুইদিন। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে গ্রামে ছুটছে মানুষ। প্রধান মহাসড়কগুলোতে এবার এখনো বড় ধরনের কোনও যানজট না থাকলেও চাপ বাড়ায় ধীর গতিতে চলছে ঈদযাত্রার গাড়িগুলো।

বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। শনিবারও সেই চাপ অব্যাহত আছে।

ঈদযাত্রার পথে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছে নগরের বাসসহ বিভিন্ন যানবাহন। ব্যক্তিগত গাড়িতেও গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই। স্বাভাবিকের তুলনায় গাড়ির চাপ বেড়েছে মহাসড়ক ও সড়কগুলোতে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা ১১টা পর্যন্তও বড় ধরনের যানজট নেই। তবে যানবাহন চলছে ধীরগতিতে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানিয়েছেন,  সকালে একটি দুর্ঘটনার পর একটু যানজট হলেও পরে তা ঠিক হয়ে যায়। ধীরগতিতে গাড়ি চলছে।

গাজীপুরের কোনবাড়ী এলাকাতেও তেমন  যানজট নেই বলে জানিয়েছেন কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার।

দুপুরের পর থেকে চন্দ্রা ও আশপাশ এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হবে। এ সময় যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ওই রুটে যানবানগুলো ধীরগতিতে চলছে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা ১১টা পর্যন্ত যানজটের তেমন খবর পাওয়া যায়নি।

উত্তরে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত সড়কে অতিরিক্ত চাপের কারণে গাড়ির ধীরগতির খবর পাওয়া গেছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল গনি জানান, এ রুট দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগসহ খুলনা বিভাগেরও কয়েকটি জেলার গাড়ি চলছে। এ কারণে ধীরগতি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে