শনিবার, ২৪ জুন, ২০১৭, ০৯:৩৩:৩১

এক নজরে দেখে নিন, দেশের প্রধান প্রধান ঈদ জামাত কখন কোথায়

এক নজরে দেখে নিন,  দেশের প্রধান প্রধান ঈদ জামাত কখন কোথায়

নিউজ ডেস্ক : রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ অ্যাডভোকেট, মন্ত্রীসভার সদস্য, সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনৈতিকগণ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নগরবাসী নামাজ আদায় করবেন। এখানে ৮৪ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার নারীও নামাজ আদায় করতে পারবেন।

ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত।
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নিজস্ব উদ্যোগে পাঁচটিসহ রাজধানীতে মোট ৪১০ স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৮০টি জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের দিনে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৮.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। বৃষ্টিজনিত কারণে ঈদগাহ মাঠে নামাজ আদায় সম্ভব না হলে ইসলামবাগ বড় মসজিদে উল্লিখিত সময়সূচি অনুযায়ী পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদ কমিটি ও বংশাল পঞ্চায়েত কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর এ জামাতে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটে থাকে। তবে বৃষ্টি হলে বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। প্রথম জামাতের ইমামতি করবেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী হুজুর।

কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

কামরাঙ্গীরচর রাহমাতিয়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি সুলতান মহিউদ্দীন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা জাকির নদভী।

দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসুলবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ৭:৪৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সোয়া ৯টায় এ জামাত আদায় করা হবে।

পল্লীমা সংসদ ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।
মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারস্থ মসজিদ এ তৈয়্যেবিয়ায় সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে সকাল ৮টায়, পুরান ঢাকার লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, নুরানী জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গাজীপুর পুবাইলের মীরের বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বসুগাঁও মীরবাড়ি ঈদগাহ ময়দানেও সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করা হবে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে