নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তা নিয়ে সৌদি আরবের আকাশে উদিত হয়েছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রবিবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর। সে হিসেবে বাংলাদেশসহ আরও অনেক দেশে সোমবার ঈদ হওয়ার কথা। তবে জাতীয় হেলাল কমিটির ঘোষণার পরেই এটি শতভাগ নিশ্চিত হবে।
শনিবার সৌদি আরবের সুপ্রিমকোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সী ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে। সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরীফ, মদিনার মসজিদে নবাবীসহ বিভিন্ন প্রদেশের বড় বড় মসজিদ এবং ঈদ্গাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার, ফেস্টুন ও নিওন আলোয় করা হয়েছে সুসজ্জিত। এ উপলক্ষে সৌদি আরবের শহরগুলোতে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে, চাঁদ দেখা যাওয়ার খবরে প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর