নিউজ ডেস্ক: আজ আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সন্ধ্যা ৬টা ৫০ থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে আকাশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। মেঘ না থাকলে চাঁদ দেখতে সুবিধা হবে। মেঘ থাকলে প্রতিবন্ধকতা হতে পারে। জানালেন আবহাওয়াবিদ মোহাম্মদ সায়নুল ইসলাম।
এদিকে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
১৪৩৮ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় টেলিফোন নম্বরগুলো হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
অপরদিকে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানরা এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আনন্দ উৎসব করে থাকে। হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখ ঈদুল ফিতর উৎসব পালন করা হয়।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর