রোববার সন্ধ্যায় চট্টগ্রামে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সবাইকে ঈদ মোবারক।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে মুসলমানদের প্রধান এ ধর্মীয় আনন্দ-উৎসবকে বরণ করে নিতে ইতোমধ্যে সারা দেশে চলছে সাজ সাজ রব। ঘরে ঘরে বইছে খুশির বন্যা।
পথে-ঘাটে সবখানে নেমেছে উৎসবমুখর মানুষের ঢল। প্রিয়জনদের সঙ্গে ঈদে শামিল হতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, পথের নানান বিড়ম্বনা সব ছাপিয়ে দেশের সব মানুষ এখন নিজেদের সম্প্রীতি আর সৌহার্দ্যের বাঁধতে যাচ্ছে, মেতে উঠতে যাচ্ছে ঈদ আনন্দে।
রাজধানীসহ দেশের প্রধান প্রধান মসজিদ এবং ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস