নিউজ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুভেচ্ছা বার্তার সঙ্গে একটি ছবিও দিয়েছেন তিনি।
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর রোববার সন্ধ্যায় নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, “সকলকে আন্তরিক ঈদ মুবারাক। আল্লাহ্ সবখানে সকলকে শান্তি ও সমৃদ্ধি দিন - এই দোয়া রইল। বাংলাদেশ জিন্দাবাদ। #Eidmubarak #BegumZia।”
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার বাংলাদেশের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রতিবছরের মতো এবার ঈদের দিনটিতে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কূটনীতিক এবং পরে বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস