বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৮:০২:৪২

স্বরাষ্ট্রমন্ত্রীর আজগুবি কথা : বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রীর আজগুবি কথা : বিএনপি

ঢাকা : বিদেশি খুনে দলীয় নেতা এম এ কাইয়ুমকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে কাইয়ুমের নাম স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর এর প্রতিবাদ জানিয়ে বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপি। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, বিদেশি খুনের পর সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কথায় বিরোধী জোটকে জড়ানোর যে আশঙ্কা তারা প্রকাশ করছিলেন, মন্ত্রীর কথায় তা-ই সত্যি হলো। তিনি বলেন, সরকার বিদেশি খুনে বিএনপির কোনো কোনো নেতার নাম জড়িয়ে দলটিকে যে হয়রানি করবে, সেই আশঙ্কা ফের প্রতিষ্ঠিত হলো। হত্যা-খুনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। রিপন বলেন, বিএনপির কোনো কোনো নেতার নাম জড়িয়ে সরকারের তরফে যেসব আজগুবি, কাল্পনিক ও অসত্য অভিযোগ করা হচ্ছে তাতে সত্যের লেশমাত্র নেই। আমরা এহেন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। ইতালির নাগরিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজন গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এর প্রতিবাদে নয়াপল্টনে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। তবে মন্ত্রী এরই মধ্যে তার বক্তব্য থেকে সরে গিয়ে বলেছেন, কাইয়ুমকে সন্দেহ করছেন তারা। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম ঢাকা মহানগর কমিটিরও যুগ্ম আহ্বায়ক। সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালে তিনি গুলশান-বাড্ডা এলাকার কমিশনার ছিলেন। ঢাকায় তাভেল্লা হত্যাকাণ্ডের তদন্তে তার নাম আসার পাশাপাশি রংপুরে আরেক বিদেশি কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলের ভাই রাশেদুননবী খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন বলেন, ঢাকা মহানগর নেতা এম এ কাইয়ুম ও হাবিব-উন নবী খান সোহেলকে জড়িয়ে যে প্রোপাগান্ডা করা হচ্ছে, তাতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এর ফলে হত্যাকাণ্ডেরর মোটিভ ও খুনিদের বিচার করাও সম্ভব হবে না বলে আমরা মনে করি। তিনি বলেন, সরকারের এহেন পদক্ষেপ তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার অনলে পুড়িয়ে ধ্বংস করার দুরভিসন্ধি ছাড়া কিছু নয়। ব্লেম গেইম খেলা বন্ধ করুন। নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিকে পাশ কাটাতে যুক্তরাষ্ট্রে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টাও সরকার করেছিল বলে দাবি করেন রিপন। কিন্তু যুক্তরাষ্ট্রের আদালত গত ৭ জুলাই এক রায়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, বিএনপি কোনোভাবেই একটি সন্ত্রাসী সংগঠন নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান খান, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তকদির হোসেন জসিম প্রমুখ। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে