নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরে দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে চূড়ান্ত বাজেট ঘোষণার পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ।
সোমবার ঢাকার বনানীতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে নির্বাচন সামনে রেখে ‘নতুন উদ্যমে’ দল গোছানোর কথাও এসেছে।
অনুষ্ঠানে এরশাদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ দেশের জনগণের জন্য উন্নতি, সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এই কামনা করি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। তবে একটি বিষয় হচ্ছে, ঈদে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে।
অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, আমি বাংলাদেশ ও সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ কষ্টে আছে। আশা করি বাজেটের পর পরিস্থিতি সুন্দর পর্যায়ে আসবে।
অনুষ্ঠানে এরশাদের গায়ে ছিল গাঢ় বেগুনি পাঞ্জাবি, সঙ্গে চুড়িদার। রওশন পরেছিলেন লাল-হলুদ নকশার জামদানি শাড়ি। ২০১৯ সালের নির্বাচন সামনে রেখে ঈদের পর থেকে দলীয় কর্মকান্ড শুরু হবে জানিয়েছেন এরশাদ।
অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি