বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৮:১৪:৫৫

সুর পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুর পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : বিদেশি খুনে দলীয় নেতা এম এ কাইয়ুমকে জড়িয়ে দেয়া বক্তব্য থেকে সরে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকায় বিদেশি খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে এম এ কাইয়ুমকে শনাক্তের কথা বলার ১২ ঘণ্টার মধ্যে সুর পাল্টালেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ওই বিএনপি নেতাকে সন্দেহের তালিকায় রেখেছেন তারা। বুধবার সচিবালয়ে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনুসহ সাত মন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠকের পর আগের দিনের বক্তব্য থেকে সরে আসেন আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, যুগান্তর পত্রিকায় একজনের নাম প্রকাশ করেছে, আমি বলেছি, সে (কাইয়ুম) সন্দেহের তালিকায় রয়েছে, আমরা তাকেও সন্দেহ করছি। ইতালির নাগরিক চেজারে তাভেল্লা খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুমের নাম মঙ্গলবার রাতে প্রথমে একাত্তর টেলিভিশনকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা এমন প্রশ্নে একটি অনলাইন নিউজ পোর্টালকে মন্ত্রী বলেন, হ্যাঁ। পুনরায় প্রশ্ন করা হলেও তিনি ‘হুঁ’ বলেছিলেন। কিন্তু বুধবার সচিবালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের কথা হয়নি। আমি যেটা বলেছি, সেটা রিপিট করছি- আমি একাত্তর জার্নালকে বলেছি, যুগান্তর পত্রিকায় যেটা ছাপা হয়েছে যে, কাইয়ুম বিএনপির এক ওয়ার্ড কমিশনার, আমরা তাকে সন্দেহের তালিকায় রেখেছি। সে সন্দেহের তালিকায় রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম ঢাকা মহানগর কমিটিরও যুগ্ম আহ্বায়ক। সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালে তিনি গুলশান-বাড্ডা এলাকার কমিশনার ছিলেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে গুলশান-বাড্ডা আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন কাইয়ুম। তবে তিনি এখন বিদেশে বলে জানা গেছে। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে