বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৮:৩৮:২৯

‌‘বস্তিবাসীর জন্য দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট’

 ‌‘বস্তিবাসীর জন্য দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট’

ঢাকা : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ছিন্নমূল মানুষের বাসস্থানের ব্যবস্থা করে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। প্রতিদিন ২৭৫ টাকা কিস্তিতে ২০ বছরের মধ্যে পরিশোধের সময় বেঁধে দিয়ে বস্তির বাসিন্দাদের দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট দেয়া হবে। বুধবার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নগর দরিদ্রদের জন্য আবাসন : সমস্যা, সম্ভাবনা, নীতি ও করণীয়’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে আরবান ফোরাম। এ সময় মন্ত্রী স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য ৪০ থেকে ৫০ হাজার অ্যাপার্টমেন্ট করার পরিকল্পনার কথাও জানান। গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার ছিন্নমূল মানুষের উন্নত বাসস্থান নিশ্চিত করতে শহর সংলগ্ন এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করছে। বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য মিরপুরে ২ হাজার ফ্ল্যাট নির্মাণ করছে। ৪৫০ বর্গফুটের এসব ফ্ল্যাট বস্তিবাসীদের মধ্যে বরাদ্দ দেয়া হবে। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে