মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৬:১৬

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২০ সেপ্টেম্বরের মধ্যে

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২০ সেপ্টেম্বরের মধ্যে

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বোনাস (উৎসব ভাতা) আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটির আগে সেপ্টেম্বর মাসের ১৫ দিনের বেতন দিতে মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান।

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশেনের (বিটিএমএ) নেতৃবৃন্দ, পোশাক শ্রমিক নেতা ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৫ দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে