বুধবার, ২৮ জুন, ২০১৭, ০৪:৪৩:১৬

‘এবারের ঈদযাত্রা ছিল অতীত ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক’

‘এবারের ঈদযাত্রা ছিল অতীত ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক’

নিউজ ডেস্ক : এবারের ঈদযাত্রাকে নিকট অতীতে সবচেয়ে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা ছিল নিকট অতীত ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক। বুধবার সচিবালয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, গত কয়েক বছরের মধ্যে এবারই রাস্তাঘাট, সড়ক ও মহাসড়ক ছিল তুলনামূলক ভালো। রেল যাত্রাও ভালো ছিল। নৌযাত্রাতেও ছিল স্বস্তিদায়ক।

ওবায়দুল কাদের বলেন, যাত্রার আগেই ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ফলে বিগত বছরের মত যাত্রীদের যানজটে পড়তে হয়নি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়নি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে