নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির ৫৯তম ফেডারেল সম্মেলনে অংশগ্রহণ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ ও ২৪শে জুন অনুষ্ঠিত ফেডারেল সম্মেলনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব। সম্মেলনে সারা বিশ্বের ১০টি দেশের ১০ জন রাজনীতিক এ সম্মেলনে আমন্ত্রিত হিসেবে অংশ নেন।
পরে সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল-এর সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা আলমগীর।
গত মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা আছেন। মির্জা ফখরুল বড় মেয়ের ড. মির্জা সামারুহের সঙ্গে ক্যানবেরায় ঈদ উদযাপন শেষে ৩০ জুন দেশে ফিরবেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি