বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৯:৪৮:১৪

উদ্বিগ্ন হলে কূটনীতিকরা অবস্থান করছেন কীভাবে : আমু

 উদ্বিগ্ন হলে কূটনীতিকরা অবস্থান করছেন কীভাবে : আমু

ঢাকা : উদ্বিগ্ন হলে বিদেশি কূটনীতিকরা দেশে অবস্থান করছেন কীভাবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি প্রশ্ন তুলেছেন, তাদের যদি সিকউরিটি কনসার্ন এতই হয় তাহলে কী করে তারা অবস্থান করছেন? বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন প্রশ্ন তোলেন। সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিক হত্যাকাণ্ড, এএসআই হত্যা, পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা বিষয়ে জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে যারা দেশকে অস্থিতিশীল করেছিল, তারাই এখন নানা ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, ইতালির নাগরিক তাবেলা হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনাগুলোর তদন্ত চলছে। বৈঠকে শিল্পমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান এবং আইজিপি এ কে এম শহীদুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে