বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১০:২০:১৪

বিচারপতিদের কাছে হিযবুত তাহ্‌রীরের ৪০টি চিঠি, যুবক আটক

বিচারপতিদের কাছে হিযবুত তাহ্‌রীরের ৪০টি চিঠি,  যুবক আটক

নিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের বিচারপতিদের কাছে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্‌রীরের নামে চিঠি বিতরণকালে আসাদ উল্লাহ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। পুলিশ জানায়, আসাদ পুলিশের কাছে নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মতিঝিলের দিলকুশা শাখার কর্মী বলে পরিচয় দেন। এ বিষয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ​সৈয়দ আমিনুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, হিযবুত তাহ্‌রীরের নামে চিঠিগুলো বিতরণকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আজ বিকেল পাঁচটার দিকে সুপ্রিমকোর্টের এক বিচারপতির দপ্তরে চিঠি নিয়ে যান আসাদ। পরে দেখা যায়, ওই চিঠিতে হিযবুত তাহ্‌রীরের নাম। পরে আসাদকে আটক করে শাহবাগ থানায় খবর দেয়া হয়। তিনি জানান, আটকের পর আসাদের কাছ থেকে ৪০টি চিঠি পাওয়া যায়। চিঠিগুলোতে প্রাপক হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতিদের নাম রয়েছে। তবে প্রেরকের কোনো নাম-ঠিকানা নেই। চিঠিগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে