বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১২:৫৫:৩১

মোবাইল ব্যাংকিং, দৈনিক লেনদেন ৫শ' কোটি টাকা

মোবাইল ব্যাংকিং, দৈনিক লেনদেন ৫শ' কোটি টাকা

নিউজ ডেস্ক : কম সময়ে টাকা পাঠানোর সুযোগের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। এ মাধ্যমে ধারাবাহিকভাবেই বাড়ছে লেনদেন। প্রথমবারের মতো গত সেপ্টেম্বরে দৈনিক গড় লেনদেন ৫শ' কোটি টাকা ছাড়িয়েছে। অবশ্য লেনদেন বাড়লেও গত কয়েক মাস ধরে চালু (অ্যাকটিভ) অ্যাকাউন্টের সংখ্যা কমছিল। সেই ধারা থেকে বেরিয়ে এসে সেপ্টেম্বরে চালু অ্যাকাউন্ট বেড়ে এক কোটি ১৭ লাখে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১৫ হাজার ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫০২ কোটি টাকা। আগের মাস আগস্টে ১২ হাজার ৮৪২ কোটি টাকা লেনদেন হওয়ায় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪২৮ কোটি টাকা। এতে করে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এসে দৈনিক লেনদেনের পরিমাণ ৭৪ কোটি টাকা বা ১৭ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে চালু থাকা অ্যাকাউন্টের সংখ্যা আগের মাসের তুলনায় ২১ লাখ ৬৪ হাজার বা ২২ দশমিক ৬৩ শতাংশ বেশি। অবশ্য এর আগে চালু অ্যাকাউন্টের সংখ্যা বাড়তে বাড়তে গত জুনে এক কোটি ২২ লাখ ৩৪ হাজারে পৌঁছেছিল। তবে পরবর্তী দুই মাসে কমে আগস্ট শেষে চালু অ্যাকাউন্টের সংখ্যা নেমে আসে ৯৫ লাখ ৬৫ হাজারে। কোনো অ্যাকাউন্ট থেকে টানা তিন মাস কোনো ধরনের লেনদেন না হলে তা 'ইন-অ্যাকটিভ' বা নিষ্ক্রিয় হিসেবে বিবেচনা করা হয়। এ হিসাবে অ্যাকাউন্ট কমলেও গত আগস্ট ও মার্চ ছাড়া প্রতি মাসেই নিবন্ধিত গ্রাহক বেড়েছে। গত আগস্টে মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্ধ করা হয়েছিল ৪ লাখ ৭৫ হাজার অ্যাকাউন্ট। আর মার্চে বন্ধ করা হয় ৬ লাখ ১৬ হাজার অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংক থেকে এ যাবৎ ২৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স নিয়েছে। বর্তমানে কাজ করছে ১৯টি ব্যাংক। ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর পর ২০১১ সালে এর পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি নিশ্চিত হয়ে অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। প্রথমদিকে অনেক এজেন্ট এসব নির্দেশনা অমান্য করায় বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়। মোবাইল ব্যাংকিংয়ে এগিয়ে থাকা বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির প্রতিবেদককে বলেন, লেনদেন বাড়ার বিষয়টি সবার জন্য খুশির খবর। সব পক্ষ মোবাইল ব্যাংকিংকে ভালোভাবে গ্রহণ করায় প্রতিনিয়ত লেনদেন বাড়ছে। তবে গত সেপ্টেম্বরে কোরবানির ঈদ সামনে রেখে কিছুটা অস্বাভাবিকভাবে লেনদেন বেড়েছে বলে তিনি মনে করেন।-সমকাল ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে