সোমবার, ০৩ জুলাই, ২০১৭, ১০:৪৭:০৩

উত্তরায় তিন ভবনে অগ্নিকাণ্ড

উত্তরায় তিন ভবনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক: ঢাকার উত্তরায় তিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার উত্তরার রাজলক্ষ্মীতে সি-শেল ভবন, একে টাওয়ার ও পরী ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সি শেল রেস্তোরাঁর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।  

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল জানান, ভোর ৪টার দিকে সি-শেল নামে চারতলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের একে টাওয়ার (ছয়তলা) ও পরী ভবনে (ছয়তলা) ভবনে ছড়িয়ে পড়ে। বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।  কেউ হতাহত হয়েছেন কি না সে তথ্যও জানা যায়নি। সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিযন্ত্রণে আনা সম্ভব হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাদের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।
৩ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে