বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৩:৫৩:৩০

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন ৪ কূটনীতিক

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন ৪ কূটনীতিক

কূটনৈতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। ঢাকা ও রংপুরে দুজন বিদেশী নাগরিককে গুলি করে হত্যার পটভূমিতে ওই চার দূত অনেক দিন ধরে একসঙ্গে দৌড়ঝাঁপ করছেন। চলতি মাসের প্রথমে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগের কথা জানান। গত সপ্তাহে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে ঘটনার স্বচ্ছ তদন্তের তাগিদ পুনর্ব্যক্ত করেন পশ্চিমা ওই চার পৃষ্ঠা ৮ কলাম ১ কূটনীতিক। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বিদেশী নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পশ্চিমা স্বার্থের ওপর আরও আঘাতের আশঙ্কা থেকে তারা মুক্ত হতে পারছেন না। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় সিজারে তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে কুনিও হোশি হত্যাকাণ্ডের পর দেশে-বিদেশে তোলপাড় শুরু হয়। পর পর ঘটে যাওয়া দুই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও খুনিদের ধরতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিদেশি সংস্থাগুলোও তদন্ত চালায়। পুলিশ দাবি করছে, ইতিমধ্যে তারা তাভেল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। কুনিও হত্যার তদন্তও প্রায় শেষ পর্যায়ে। র‌্যাব ও পুলিশ দাবি করছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতেই বিএনপি ও জামায়াতের 'বড় ভাইদের' নির্দেশে দুই বিদেশিকে হত্যা করা হয়েছে। তাভেল্লা হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার চারজনও বড় ভাইদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে